ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সুচিকে অসলোতে নোবেল কমিটির আমন্ত্রণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১০
সুচিকে অসলোতে নোবেল কমিটির আমন্ত্রণ

অসলো: নরওয়ের নোবেল কমিটি শান্তিতে নোবেল জয়ী অং সান সুচিকে অসলোতে আমন্ত্রণ জানিয়েছে। ১৯ বছর আগে নোবেল পুরস্কার প্রাপ্তির ওপর বক্তৃতা দেওয়ার জন্য শনিবার নোবেল কমিটি সুচিকে আমন্ত্রণ জানান।

গৃহবন্দী থাকায় সুচি ওই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। বার্তা সংস্থা এনটিবি তে এ খবর প্রকাশ করা হয়।

আগামী ১০ ডিসেম্বর অসলোতে পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে।

১৯৯১ সালে বিনা সংঘর্ষে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করায় সুচিকে শান্তিতে নোবেল পুরস্কারে সম্মানিত করা হয়। তবে গৃহবন্দী থাকায় তখন তিনি নিজ হাতে পুরস্কার গ্রহণ করতে পারেননি। সুচির পক্ষে তার ছেলে পুরস্কার গ্রহণ করেছিলেন।
 
নোবেল কমিটির প্রধান থোর্বজান জাগলান্দ বলেন, তিনি ইয়াঙ্গুন সরকারের প্রতি আহবান জানাবেন যাতে সুচিকে দেশে ফেরার নিশ্চয়তা দেয় দেশটির জান্তা সরকার।

শনিবার ১৫ বছর গৃহবন্দী দশা শেষে বিনা শর্তে মিয়ানমারের গণতন্ত্রের প্রতীক অং সান সুচিকে মুক্তি দেয় সামরিক সরকার।

জাগলান্দ বলেন, সুচির মুক্তি বিশ্ব জুড়ে রাজনৈতিক বন্দীদের জন্য সুখবর।

চীনের গণতন্ত্র প্রতিষ্ঠা চেষ্টার নেতা লিউ জিয়াবাওকে ২০১০ সালেও শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। লিউ ১১ বছরের কারাদন্ডের সাজাভোগ করছেন। নোবেল কমিটি ধারণা করছে পুরস্কার প্রদান অনুষ্ঠানে লিউ অথবা তার স্ত্রী লিউ জিয়া কেউই উপস্থিত থাকতে পারবেন না।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৫৩২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।