মক্কা: এবার হজের জন্য মক্কায় সফর করতে যাওয়া হাজীরা একটি ঘড়ি দেখতে পাবেন। আর এটাই বিশ্বের সবচেয়ে বড় ঘড়ি হবে বলে ধারণা করা হচ্ছে।
সৌদি আরবের পবিত্র শহর মক্কার সবচেয়ে বড় মসজিদের আকাশচুম্বী স্তম্ভে চারমুখো এ ঘড়িটি অবস্থিত।
দুই হাজার ফুটের এ স্তম্ভটি বিশ্বের দ্বিতীয় সুউচ্চ স্তম্ভ। প্রথমটি দুবাইয়ের বুর্জ আল-খলিফার দখলে।
ঘড়ির দুই দিকের নির্মাণ কাজ এরমধ্যেই শেষ হয়েছে। ঘড়ির একদিনের ১৩০ ফুট ব্যাসার্ধের একটি কাঁটায় আরবিতে খোদাই করে লেখা আছে ‘আল্লাহ মহান। ’
জার্মানি ও সুইজারল্যান্ডে প্রস্তুতকৃত এ ঘড়িটিতে কোনো ঘণ্টা নেই। তবে দিনে পাঁচবার নামাজের সময় জানানোর জন্য এতে থাকা হাজার হাজার এলইডি (লাইট ইমিটিং ডায়োড) আলোগুলো জ্বলে উঠবে।
হজ করতে প্রতিবছর পবিত্র শহর মক্কা ও মদিনায় লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি জড়ো হন। ১৫ নভেম্বর এ বছরের হজ শুরু হয়ে কয়েক দিন ধরে এর আনুষ্ঠানিকতা চলবে।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৮২৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১০