পোর্ট-অ-প্রিন্স: হাইতিতে কলেরায় মৃত্যুর সংখ্যা ৯০০ ছাড়িয়ে গেছে। এর প্রকোপ কমার কোনো লণ দেখা যাচ্ছে না।
রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, নতুন করে ১২০ জনের মৃত্যু হয়েছে। ক্যারিবীয় অঞ্চলের এই সংকট মোকাবিলার প্রাণপণ চেষ্টা করছে সরকার ও আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো।
গত শুক্রবার মৃতের সংখ্যার সংখ্যা ছিলো ৭৯৬ জন। রোববার এটা ৯১৭ জনে পৌঁছেছে।
প্রায় এক বছর আগে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পের পর থেকেই হাইতিতে ব্যাপক স্বাস্থ্য সমস্যা দেখা যায়। এর মধ্যে ঝড়-বন্যার ঘটনাও ঘটেছে। এ মুহূর্তে স্বাস্থ্য সমস্যা প্রকট আকার ধারণ করেছে।
১০টি প্রদেশের মধ্যে ছয়টিতেই কলেরা ছড়িয়ে পড়েছে। এর মধ্যে ১৪ হাজার ৬৪২ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১০