ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ঝাড়খণ্ডে মাওবাদীদের গুলিতে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১০
ঝাড়খণ্ডে মাওবাদীদের গুলিতে নিহত ৪

রাঁচি: ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী রাঁচিতে মাওবাদীরা নারীসহ চারজনকে গুলি করে হত্যা করেছে। শুক্রবার পুলিশ এ তথ্য জানায়।



বৃহস্পতিবার রাতে বারিহাটু গ্রামের প্রদীপ মুণ্ডার বাড়িতে মাওবাদী গেরিলারা নির্বিচারে গুলিবর্ষণ করে। পুলিশ জানায়, প্রদীপ এই এলাকায় মাওবাদীদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার চেষ্ঠা করছিলেন।

বাড়িতে থাকা প্রদীপের দুই অতিথি সোনারাম মুণ্ডা, সঞ্জয় মুণ্ডা ও তার মেয়ে এসময় গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পাশের বাড়ির একজন এসময় আহত হয়।

বিশ্লেষকদের মতে, ভারতের র্অথনৈতিক উন্নয়ন, বিদেশি বিনিয়োগ আকর্ষণ প্রভৃতি েেত্র অন্যতম প্রধান সমস্যা মাওবাদী আন্দোলন।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।