ব্যাংকক: থাইল্যান্ডের লাল জামাধারী বাহিনী শুক্রবার রাজধানী ব্যাংককের একটি জেলখানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে। ওই জেলখানায় তাদের নেতারা আটক রয়েছে।
গত এপ্রিল-মে জুড়ে সংঘটিত বিক্ষোভের ছয় মাস পূর্তি উপলক্ষে এ আয়োজন করেছে ‘রেড শার্ট’ বাহিনী। এ মুহূর্তে তাদের ১৯ জন জ্যেষ্ঠ নেতা জেলে আটক রয়েছেন।
পুলিশের তথ্য মতে, শুক্রবারের বিক্ষোভে প্রায় ১০ হাজার লোক অংশ নেয়। বিভিন্ন শপিং মল এ সময় সামনের দরজা বন্ধ রাখে। তবে কেনাকাটা চলতে থাকে। একইস্থানে বিক্ষোভকারীরা ছয় মাস আগে নির্বাচনের দাবিতে অবস্থান নিয়েছিলো।
গম এপ্রিল-মে মাসের সেসময় থাই সেনাবাহিনী সঙ্গে ৯১ জন বিক্ষোভকারী নিহত ও প্রায় ১৮০০ লোক আহত হয়। দেশটির ইতিহাসে এটাই সবচেয়ে ভয়াবহ সংঘর্ষের ঘটনা।
শুক্রবারের বিক্ষোভ সম্পর্কে ব্যাংকক মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র কর্নেল পিয়া উথায়ো বলেন, ‘সাধারণভাবে পরিস্থিতি শান্ত রয়েছে। প্রায় ৩০০ পুলিশ সদস্য পাহারায় রয়েছে। ’
নেতৃস্থানীয় বিক্ষোভাকারী সামিয়ত প্রুকসাকাসেমসুক জানান, সন্ধ্যা নাগাদ আরও লোকজন বিক্ষোভে অংশ নেবে।
মার্কিন দূতাবাস থেকে এ বিষয়ে বিদেশিদের সতর্ক থাকতে বলা হয়েছে। ১৫ হাজার বিক্ষোভকারী এখানে আসবে বলে তারা অনুমান করবে।
মূলত গরিব ও শ্রমিক শ্রেণীর লোকজন এ বিক্ষোভে লাল জামাধারীদের পক্ষে রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১০