লিসবন: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার ন্যাটো সহযোগীরা গোটা ইউরোপ জুড়ে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সম্মত হয়েছেন।
পেণাস্ত্র ব্যূহ তৈরি করে রকেট হামলা থেকে এ অঞ্চলের মানুষকে নিরাপদে রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে।
নতুন এ চুক্তিতে ন্যাটো সদস্যরা এমন ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ব্যাটারি স্থাপনের কথা বলছেন যা ওই এলাকায় ঢুকে পড়া যে কোনো ক্ষেপণাস্ত্রকে অকেজো করে দিতে পারবে।
শনিবার সম্মেলনে দ্বিতীয় দিনের প্রস্তুতির আগেই এ চুক্তি ন্যাটো সদস্য দেশগুলোর মধ্যে এক ধরনের উদ্দীপনা তৈরি করেছে।
দ্বিতীয় দিনে ন্যাটো সদস্যরা আফগান যুদ্ধের সমাপ্তি টানতে একটি পরিকল্পনা গ্রহণ নিয়েই ব্যস্ত থাকবেন।
শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ‘প্রথমবারের মতো আমরা একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে যাচ্ছি যা ন্যাটোর ইউরোপ ভূখণ্ডে ও আমেরিকায় বসবাসকারী মানুষদের নিরাপত্তা দেবে। ’
এর আগে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কড়া সমালোচনা করে আসছিলো রাশিয়া। মস্কো দাবি করছে এ সংক্রান্ত পূর্ববর্তী নীল নকশা প্রত্যাহার করে নেওয়া হোক।
ন্যাটো আশা করছে নতুন পদ্ধতি রাশিয়ার সম্মত হবে এবং এ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলায় নিজেকে সম্পৃক্ত করবে।
বাংলাদেশ সময় ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১০