ডেনভার: যুক্তরাষ্ট্রের কলোরাডোর ডেনভারের স্নোম্যাস গ্রামে খননকাজে নিয়োজিত প্রত্মতত্ত্ববিদরা জানিয়েছেন তারা ৪৩ হাজার বছরের পুরাতন ৫০০ হাড়ের সন্ধান পেয়েছেন। হাড়গুলো হরিণ, মহিষ, অধুনালুপ্ত লোমশ জাতীয় প্রাণী ও হাতির।
একজন প্রত্মতত্ত্ববিদ জানান, আমরা ভূ-পৃষ্ঠের প্রায় নয় হাজার ফুটের গভীরে গিয়ে বিশাল আকৃতির হাতির অস্থির সন্ধান পেয়েছি।
১৮ দিনের খননকাজ শেষে পরীক্ষা নিরীক্ষার জন্য হারগুলো ডেনভারে নেওয়া হয়েছে। বিজ্ঞানিরা আরও কিছু আবিস্কারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
একজন প্রত্মতত্ত্ববিদ জনান, এসব প্রাণী পৃথিবীর সবচেয়ে উঁচু স্থানে বাস করতো।
বাংলাদেশ সময়: ১৫৪৫ঘণ্টা, নভেম্বর ২০, ২০১০