টোকিও: বিতর্কিত জলসীমায় চীনের দুটি মাছধরা টহল জাহাজ দেখতে পেয়েছে জাপানের উপকূলীয় নিরাপত্তা বাহিনী। শনিবার তারা এ তথ্য জানিয়েছে।
অমীমাংসিত জলসীমার পার্শ্ববর্তী দ্বীপপুঞ্জ নিয়ে টোকিও-বেইজিংয়ের কূটনৈতিক সম্পর্কোন্নয়নে বাধা হিসেবে বিবেচনা করা হয়।
জাপানি কোস্টগার্ডের টহল বিমান থেকে জাহাজ দুটির অবস্থান চিহ্ণিত করা হয়েছে। কোস্টগার্ডের একজন মুখোপাত্র বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য জানান। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাপান।
তিনি জানান স্থানীয় সময় শনিবার সকাল ৮টা ২৫মিনিটে প্রথম জাহাজটি সীমারেখার ভিতরে ঢুকে পড়তে দেখা যায়। এর ২০ মিনিটের মাথায় আরও একটি জাহাজ সেখানে ঢুকে পড়ে।
জাপানের পক্ষ থেকে জাহাজ দুটিকে দ্রুত সরে যাওয়ার বার্তা পাঠানো হয় বলেও জানান ওই মুখপাত্র।
জাপানে সেনকাকাস ও চীনে দিয়াওউস নামে পরিচিত দ্বীপপুঞ্জের মালিকানা দাবি করে আসছে প্রতিবেশী দুটি দেশই। দ্বীপপুঞ্জটি সম্পদ-প্রাচুর্যে ভরা। সর্বশেষ গত সেপ্টেম্বরে এরকম একটি ইস্যুতে দুই দেশের মধ্যে সম্পর্কের বড় অবনতি হয়।
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, নভেম্বর ২০