সিউল: উত্তর কোরিয়ার মানবাধিকার পরিস্থিতি পর্যবেণের জন্য জাতিসংঘের বিশেষ একজন দূত সোমবার পাঁচদিনের সফরে দণি কোরিয়ায় পৌঁছেছেন। এর আগে তার পিয়ংইয়ংয়ে প্রবেশের ব্যাপারটি কমিউনিস্ট রাষ্ট্রের কর্তৃপ নাকচ করে দেয়।
দক্ষিণ কোরিয়ার সরকার জানায়, ইন্দোনেশিয়ার সাবেক অ্যাটর্নি জেনারেল মারজুকি দারুসমান গত আগস্টে এ দায়িত্ব পান। এ সফরে তিনি উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী কিম সুং-হোয়ান ও বিভিন্নি কমকর্তার সঙ্গে সাাৎ করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে জানানো হয়, ‘উত্তর কোরিয়ার মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করা এ সফরের উদ্দেশ্য। ’ গত অক্টোবরে মাসে দারুসমান উত্তর কোরিয়ায় প্রবেশ করতে চাইলে তাতে অস্বীকৃতি জানায় পিয়ংইয়ং।
সাধারণ পরিষদের প্রধান মানবাধিকারসংক্রান্ত কমিটি গত বৃহস্পতিবার একটি সিদ্ধান্ত পাস করে। এতে উত্তর কোরিয়ার নিপীড়ন, নির্যাতন, অমানবিক ও অবমাননাকর শাস্তি এবং স্বেচ্ছাচারী কায়দায় ও বিচারবহির্ভূত আটক ইত্যাদি নিয়ে তীব্র নিন্দা জানানো হয়।
একশটি দেশ এ সিদ্ধান্ত সমর্থন করেছে। তবে চীনসহ ১৮টি দেশ এর বিরোধিতা করেছে। ’
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১০