ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানের পরমাণু কর্মসূচিতে ভারতের সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১০
ইরানের পরমাণু কর্মসূচিতে ভারতের সমর্থন

নয়াদিল্লি: শান্তিপূর্ণ কাজে ইরানের পরমাণু কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে ভারত। রোববার দেশটির পররাষ্ট্র সচিব নিরুপমা রাও এ তথ্য জানান।

তিনি পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশটিকে ভারতের অকৃত্রিম বন্ধু হিসেবে উল্লেখ করেন।

ভারত ও উপগাসীয় পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোর সম্মেলনে রাও বলেন, ‘ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ভারতের অবস্থান দৃঢ়। আমরা ইরানসহ সব দেশের শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু জ্বালানি ব্যবহারের প্রতি সমর্থন করি। তবে আন্তর্জাতিক আইন মেনে। ’

ভারত ও পারস্য উপসাগর অঞ্চলের প্রায় ১০০ জন প্রতিনিধি এতে অংশ নেন।

জিসিসিভুক্ত দেশগুলো হচ্ছে, বাইরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও আরব আমিরাত।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।