ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অভিনয়ে ফেরার পরিকল্পনা করছেন শোয়ার্জনেগার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১০
অভিনয়ে ফেরার পরিকল্পনা করছেন শোয়ার্জনেগার

লন্ডন: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার গভর্নর আর্নল্ড শোয়ার্জনেগার অভিনয়ে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন। আগামী বছরের জানুয়ারিতে সাবেক ওই হলিউড তারকার গভর্নরের দায়িত্বের মেয়াদ শেষ হবে।



শোয়ার্জনেগারের বরাত দিয়ে কন্ট্রাক্টমিউজিক.কম জানায়, ‘জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করে যাওয়া হতে পারে আমার প্রধান কাজ। আমার প্রধান পাঁচটি কাজের মধ্যে এটা সবার আগে। এছাড়া আমি শোবিজে যেতে পারি বা সাধারণ ব্যবসাও করতে পারি। ’

তিনি আরও বলেন, ‘আমি সব সময়ই উচ্চাকাক্ষী ছিলাম। তবে আমার সত্যিকার দক্ষতার জায়গা কোনটি এবং বিশ্বকে আমি সর্বোচ্চ কি দিতে পারবো, এ ব্যাপারেও আমি সচেতন ছিলাম এবং তারপরই আমি সে অনুযায়ী নিজেকে তৈরি করেছি। ’

এদিকে অভিনয়ে ফিরে যাওয়ার বিষয়টি বিবেচনা সঙ্গে সম্প্রতি তিনি জলবায়ু পরিবর্তন নিয়ে বৈশ্বিক লড়াই শুরু করেছেন। তবে পরিবেশ বিষয়ে জনগণকে আগ্রহী করা কিছুটা কষ্টসাধ্য বলে এ নিয়ে তার পরিকল্পনার কথা জানান  শোয়ার্জনেগার।

তিনি বলেন, ‘জনগণ তাদের কিছু স্লোগান ও কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিন্তু এ আন্দোলনের অংশ হতে হলে আপনাকে বড় রকমের অবদান রাখতে হবে। আমার মনে হয় এ ভাষায় কথা বলার দক্ষতা আমার আছে। ’  

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।