কাবুল: নয় বছর ধরে জঙ্গিবাদবিরোধী যুদ্ধ চললেও নিউইয়র্ক ও লন্ডনের তুলনায় কাবুল শিশুদের জন্য অধিক নিরাপদ স্থান। আফগানিস্তানে ন্যাটোর উচ্চ পর্যায়ের বেসামরিক প্রতিনিধি মার্ক সেডউইল এ মন্তব্য করেন।
বিবিসির শিশুদের একটি অনুষ্ঠানে এ বিষয়ক এক প্রশ্নের উত্তরে সেডউইল বলেন, ‘শিশুরা লন্ডন, নিউইয়র্ক বা গ্লাসগোর কিংবা এধরনের আরও অন্যান্য শহরের তুলনায় এখানে অনেক বেশি নিরাপদে আছে। ’
তবে অনুষ্ঠানে শিশুরা জানায়, বোমা হামলার ঝুঁকির কারণে তারা রাস্তায় বের হলে নিরাপত্তাহীনতায় ভোগে।
সোমবার টেলিভিশন চ্যানেলটি সেডউইলের এ সাক্ষাৎকারটি প্রচার করে।
সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত সিডউইলের বরাত দিয়ে বিবিসির একটি বিবৃতিতে আরও বলা হয়, ‘কাবুলসহ আফগানিস্তানের গুরুত্বপূর্ণ অন্য শহরে খুব কম বোমাই আছে। অধিকাংশ শিশুই এখানে নিরাপদে বসবাস করে। এটি খুবই পরিবার কেন্দ্রীক একটি সমাজ। ’
উল্লেখ্য ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তানে হামলা চালানোর পর এ বছরই সবচেয়ে বেশি বেসামরিক জনগণ নিহত হয়েছে। চলতি বছরের আগস্টে এক হাজার ২১৭ জন আফগান নাগরিক নিহত হয়। ২০০৯ সালের তুলনায় এ হার এক তৃতীয়াংশ বেশি বলে জাতিসংঘ সূত্রে জানাগেছে।
শিশুদের মধ্যে এ হার ৫৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বলে জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এছাড়া স্কুলগুলোতে হামলা ও স্বাস্থ্য কেন্দ্রে যেতে বাধা দেওয়ার কারণে আফগানিস্তানের শিশুদের নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে গতবছর জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা জানায়।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১০