শারিফ আগুয়াক: রাজনৈতিক হত্যাকান্ডের এক বছর পূর্তিতে নিহতদের স্মরনে মঙ্গলবার জাতীয় শোক পালন করেছে ফিলিপাইন।
দিনের মধ্যভাগে নিহতদের স্মরণে তাদের স্মৃতিশৌধতে প্রার্থনা করা হয়।
নিহতদের স্মরণে তাদের আত্মীয়রা মাগুইনদানো প্রদেশের পাহাড়ে শোক র্যালি করে যাওয়ার পরিকল্পনা করে। তবে নিরাপত্তার কথা বিবেচনা করে তাদের এই কর্মসূচি থেকে বিরত রাখা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ৪ ব্যাটেলিয়ন সেনা মোতায়েন করা হয়েছে।
নৃশংস ওই ঘটনায় ৫৭ জন নিহত হন। এরমধ্যে গাড়ি বহরের সঙ্গে ৩৩ জন সাংবাদিকও ছিলেন।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৯১১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১০