ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিপাইন রাজনৈতিক সহিংসতায় নিহতদের স্মরণে শোক পালন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১০

শারিফ আগুয়াক: রাজনৈতিক হত্যাকান্ডের এক বছর পূর্তিতে নিহতদের স্মরনে মঙ্গলবার জাতীয় শোক পালন করেছে ফিলিপাইন।

দিনের মধ্যভাগে নিহতদের স্মরণে তাদের স্মৃতিশৌধতে প্রার্থনা করা হয়।

দেশটির রেডিও এবং টেলিভিশন স্থানীয় সময় সকাল ৭ টায় নিহতদের প্রতি সন্মান জানাতে ৫৮ সেকেন্ড তাদের সম্প্রচার বন্ধ রাখে।

নিহতদের স্মরণে তাদের আত্মীয়রা মাগুইনদানো প্রদেশের পাহাড়ে শোক র‌্যালি করে যাওয়ার পরিকল্পনা করে। তবে নিরাপত্তার কথা বিবেচনা করে তাদের এই কর্মসূচি থেকে বিরত রাখা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ৪ ব্যাটেলিয়ন সেনা মোতায়েন করা হয়েছে।

নৃশংস ওই ঘটনায় ৫৭ জন নিহত হন। এরমধ্যে গাড়ি বহরের সঙ্গে ৩৩ জন সাংবাদিকও ছিলেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৯১১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।