সিউল: উত্তর কোরিয়ার সঙ্গে গোলা বিনিময়ের পর ইয়োনপইয়ং দ্বীপের সীমান্ত অঞ্চলে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী কিম ইয়ং বুধবার একথা জানান।
কিম পালামেন্টে বলেন, ‘আমরা ৬ টি কে-৯ স্বয়ংক্রিয় ক্ষেপনাস্ত্র দ্বীপে মোতায়েন করেছি এবং এর সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে’।
কিম আরও বলেন, দ্বীপটিতে ১০৫-এমএম কামান রয়েছে যেগুলো দূরবর্তী স্থানে আঘাত হানতে সক্ষম।
উত্তর কোরিয়ার গোলার আঘাতে মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার দুই নৌ সেনা নিহত এবং বেশ কিছু বাড়ি ধ্বংশ হওয়ার পরদিন প্রতিরক্ষা মন্ত্রী পার্লামেন্টে এ কথা জানান বলে বার্তা সংস্থা ইয়ংহাপ জানিয়েছে।
বাংলাদেশ স্থানীয় সময়: ১২৫০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১০