ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিহারে এবার নীতিশের জাদু

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১০
বিহারে এবার নীতিশের জাদু

কলকাতা: বিহারে আবার ক্ষমতায় আসছে জেডিইউ-বিজেপি জোট। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জাদুই কাজ করছে এখানে।

বুধবার সকল থেকে বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু পর থেকে ফলাফলের ধারা অন্তত সেই কথাই বলছে।

বিহার নির্বাচন কমিশন বুধবার বিকালে জানিয়েছে, ২৪৩ আসনের বিহার বিধানসভায় এবার ২৪২টি আসনে নির্বাচন হয়েছে। এখন পর্যন্ত যে কটি আসনের ফলাফল ঘোষিত হয়েছে, তার মধ্যে ১৮৫টি আসনে এগিয়ে আছে নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড ও বিজেপি জোট। তার ঠিক পরেই আছে সাবেক রেলমন্ত্রী লালপ্রসাদ যাদবের দল আরজেডি ও আরেক সাবেক কেন্দ্রীয়মন্ত্রী রামবিলাশ পাসোয়ানের দল লোকজনশক্তি। এই জোট ৪১টি আসনে এগিয়ে আছে।

সবচেয়ে খারাপ অবস্থা কংগ্রেসের। এবারের নির্বাচনে জোট না করে এককভাবে লড়েছিল তারা। কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধীকে এনে একাধিক জনসভা করা হয়েছিল। কিন্তু উত্তরপ্রদেশের মতো রাহুল ম্যাজিক এখানে কাজে লাগেনি।

এখন পর্যন্ত কংগ্রেস মাত্র ৪টি আসনে, সিপিএম, সিপিআই ও সিপিআইএমএলসহ বাম জোট এবং অন্যান্যরা ১২টি আসনে এগিয়ে।

৫টি আসনের ফল এরই মধ্যে জেডিইউ ও বিজেপির জোটের দখলে গেছে।

এ নির্বাচনে প্রধান লড়াই হচ্ছে জেডিইউ-বিজেপি ও আরজেডি-এলজেপি’র মধ্যে। জেডিইউ ১৪১ ও বিজেপি ১০২টি আসনে প্রার্থী দিয়েছে। অন্যদিকে আরজেডি ও এলজেপি ১৬৮টি ও ৭৫টি আসনে লড়ছে। আর কংগ্রেস এককভাবে সব আসনেই প্রার্থী দিয়েছে।

ব্যাপক নিরাপত্তার মধ্যে মোট ৪১টি ভোট গণনাকেন্দ্রে ভোট গণনা চলছে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।