বুখারেস্ট: উড্ডয়নের কয়েক মিনিট পরেই রুমানিয়ার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১১ সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই তিন সেনা লাফ দিয়ে জীবন রক্ষা করে। এরপরই বিমনাটি তুজলা বিমানবন্দরের কাছাকাছি জায়গায় ভূপাতিত হয়ে বিস্ফোরিত হয়।
উল্লেখ্য, বিমানটি সোভিয়েত সরকারের আমলে বিমানটি তৈরী করা হয়েছিল। এএন-২ নামের বিমানটি প্রশিক্ষণের জন্য প্রস্তুতি নিচ্ছিল।
কনস্ট্যান্টা অঞ্চলের প্রশাসক কাউডিউ প্যালাজ বার্তাসংস্থা মিডিয়াফ্যাক্সকে জানান, “বিমানটির ভেতর থেকে উদ্ধারকারী দল ১১ জনের মৃতদেহ উদ্ধার করেছে। ” জরুরি হাসপাতালের প্রধান মারিয়ান বেসিউ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ১০ জন নিহত হওয়ার তথ্য জানানো হয়।
এখনো পর্যন্ত দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে।
বাংলাদেশ স্থানীয় সময়: ১১১৭ ঘণ্টা, জুলাই ০৬, ২০১০