ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সাংহাইতে ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ১৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১০

সাংহাই: চীনের সাংহাইয়ের একটি বহুতল ভবনে গতমাসে অগ্নিকাণ্ডে ৫৮ জন নিহত এবং ২২ জন আহত হওয়ার ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমে শনিবার এ তথ্য জানানো হয়।



গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ১২ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে জিনগান জেলার নির্মাণ প্রতিষ্ঠান সাংহাই জিআই এর সিইও রয়েছেন। এছাড়া ২৮ তলা ভবনের পরিদর্শক এবং ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মকর্তাকেও আটক করা হয়েছে।

১৫ নভেম্বরের অগ্নিকাণ্ডটি কয়েক ঘণ্টা স্থায়ী হয়। এসময় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


বাংলাদেশ স্থানীয় সময়: ১২০২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।