সান ফ্রান্সিসকো: ক্রিসমাস টি লাইটিং অনুষ্ঠানে গাড়ি বোমা হামলার পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। যুক্তরাষ্ট্রের ওরিগনের পোর্টল্যান্ডে শুক্রবার বিকালে ওই ঘটনা ঘটে।
সংস্থাটি জানিয়েছে, প্রধান সন্দেহভাজন হামলাকারীকে তারা সনাক্ত করেছেন। মোহামেদ ওসমান মোহাম্মাদ (১৯) সোমালি বংশোদ্ভুত মার্কিন নাগরিক। পোর্টল্যান্ড পুলিশ তাকে শুক্রবার স্থানীয় সময় ৫টা ৪০ মিনিটে আটক করেন।
পোর্টল্যান্ডের আদালত চত্বরে আলোক সজ্জিত ক্রিসমাস টি অনুষ্ঠানে গাড়ি বোমা হামলা চালানোর চেষ্টা করেন মোহামুদ। অনুষ্ঠানে অনেক শিশু উপস্থিত ছিল।
এফবিআই থেকে বলা হয়েছে, এটা সত্য মোহাম্মাদ বড় আকারের হামলা চালানোর পরিকল্পনা করেছিল।
এদিকে আদালতের তথ্য অনুযায়ী ২০০৯ সালে এক ই-মেইল বার্তা থেকে জানাগেছে মোহাম্মাদ সন্ত্রাসী কর্মকার্ন্ডে জড়িত।
এফবিআই’ কে মোহাম্মাদ বলেন, বড় ধরনের গণজমায়েতে হামলা চালানোর জন্য তিনি অপেক্ষায় ছিলেন’।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১০