রিও ডি জেনেরিও: ব্রাজিলের রিও’র বস্তিতে মাদক চক্রের বিরুদ্ধে শুক্রবার থেকে চলা সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযান আরও শক্তিশালী করতে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে।
নিরাপত্তা বাহিনী এবং মাদক চক্রের মধ্যে সংঘর্ষে এক সপ্তাহের কম সময়ে দেশটিতে কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছে।
এরই মধ্যে মাদক চক্রকে পরাজিত করে নিরাপত্তা বাহিনী বস্তির নিয়ন্ত্রণ নিয়েছে।
রাজ্যের উর্ধ্বতন সরকারি কর্মকর্তা রোবার্তো সা সাংবাদিকদের বলেন, সেনাবাহিনী এবং পুলিশ মরো দো আলেমাও অঞ্চল চারদিক থেকে ঘিরে রেখেছে।
সা আরও বলেন, জেলাটি দখল করার তাৎক্ষনিক কোনো পরিকল্পনা নিরাপত্তা বাহিনীর নেই। এর আগে রাজ্যের নিরাপত্তা বাহিনীর প্রধান জোস বেলতার্ম বলেছিলেন, ‘যেখানে প্রয়োজন আমরা যেকোনো সময় সেখানে যাব’।
ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট উভয়ই ওই অভিযানকে সমর্থন করেছেন।
এদিকে অভিযান পরিচালনার ফলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দোকানপাট বন্ধ রয়েছে এবং বহু মানুষ তাদের বাড়ি ছেড়ে চলে যাচ্ছে।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৪৩০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১০