ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কনুইয়ের গুঁতোয় ওবামার থোতা ভোঁতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১০
কনুইয়ের গুঁতোয় ওবামার থোতা ভোঁতা

ওয়াশিয়টন: বাস্কেট বল খেলতে গিয়ে আহত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বিপক্ষ দলের খেলোয়ারের কনুইয়ের আঘাতে তার ঠোঁট কেটে গেছে।

এতে তার ঠোঁটে  ১২টি সেলাই নিতে হয়েছে। হোয়াইট হাউজের এক কর্মকর্তা একথা জানান।

প্রেস সেক্রেটারি রবার্ট গিবস এক বিবৃতিতে জানান, শুক্রবার সকালে পরিবার এবং বন্ধুদের সঙ্গে বাস্কেট বল খেলতে নেমে তিনি ওই দুর্ঘটনার শিকার হয়েছেন।

বিবৃতিতে প্রেসিডেন্টের মুখে আঘাতকারী খেলোয়ারের নাম উল্লেখ করা হয়নি।

তকে কংগ্রেসের হিসপ্যানিক ককাস ইনিন্টিটিউট প্রকল্পের পরিচালক রে ডেকেরেগা নিজের দোষ স্বীকার করে বলেন, ‘খেলাটি বেশ মজার ছিল। তাই এ অপরাধের জন্য ক্ষমা চাওয়া হয়নি। ’
 
তিনি বলেন, ‘আমি আজ বুঝলাম প্রেসিডেন্ট কতো শক্ত প্রতিপক্ষ’।

সেলাই নেওয়ার সময় ক্ষতস্থানে অবশ করে নেওয়া হয়। হোয়াইট হাউজের চিকিৎসক দল  সেলাই করেন বলেও বিবৃতিতে জানানো হয়।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৫৪৪ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।