আবিদজান: আইভরিকোস্টে অনুষ্ঠেয় রোববারের রাষ্ট্রপতি নির্বাচনে সহিংসতার আশঙ্কায় জারি করা কারফিউয়ের প্রতিবাদ করলে পুলিশের গুলিতে তিনজন নিহত হয়েছে।
আগামী বুধবার পর্যন্ত রাত্রিকালীন কারফিউ জারির ঘোষণা আসে।
আবিদজানের পার্শ্ববর্তী আদোবোর মেয়রের মুখপাত্র ইভেস দউমবিয়া জানান, পুলিশ জনতা ওপর গুলি চালালে তিনজন লোক মারা যায়। এ ঘটনায় সাতজন আহত হয়েছে বলে তিনি জানান।
এর আগে আবিদজান ও এর আশপাশের এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত হয় চারজন।
বিরোধীদলীয় নেতা ও রাষ্ট্রপতিপ্রার্থী আলাসানে উয়াতারা জানান, বেআইনীভাবে কারফিউ জারি করা হয়েছে। এটা অসাংবিধানিক। নির্বাচনের পর সহিংসতা হলে কারফিউ জারি করা উচিৎ ছিলো।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১০