হায়দারাবাদ: ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেস ও দেশটির নিম্নকক্ষ পার্লামেন্ট লোকসভার সদস্য ওয়াই এস জগনমোহন রেড্ডি সোমবার তার পার্টি ও সরকার থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
তিনি কংগ্রেসের বিরুদ্ধে তার পরিবারকে অবমাননার অভিযোগ তোলেন।
তার পাঁচ পৃষ্ঠার পদত্যাগপত্র সাক্ষী নামের একটি টেলিভিশন চ্যানেলে সোমবার সকালে প্রথম প্রকাশ করা হয়। অন্ধপ্রদেশের কাদাপা অঞ্চলের লোকসভা সদস্য রাজ্যের প্রয়াত মুখমন্ত্রী ওয়াই এস আর রেড্ডির ছেলে। তিনি বলেন, পুলিবেনদুলা আসনের এমএলএ তার বিজয়ালক্ষ্মীও পার্টি ও সরকার থেকে পদত্যাগ করেছেন। এখন তিনি নিজের পার্টি খুলবেন বলেও জানান।
তিনি অভিযোগ করে বলেন, কংগ্রেস তার পরিবারের মধ্যে বিভাজন তৈরি করতে চেয়েছিলো। তার চাচা ওয়াই এস বিবেকানন্দা রেড্ডিকে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী পদের জন্য আহ্বান জানানো হয়েছিলো। এর মাধ্যমে কংগ্রেস তার পরিবারের অনুগতদের পার্টি ও জগনমোহনের মধ্যে বিভাজন সৃষ্টি চেষ্টা করে, যা তার ও তার পরিবারের বিরুদ্ধে যড়যন্ত্র বলে তিনি মন্তব্য করেন।
এদিকে, চলতি সপ্তাহের বুধবার অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন কিরন রাও রেড্ডি ।
বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১০