কানকুন: জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন সোমবার মেক্সিকোর কানকুনে শহরে শুরু হচ্ছে। সম্মেলনে বিশ্বের ১৯৪টি দেশের নেতারা অংশ নিচ্ছেন।
তারা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আলোচনার মাধ্যমে ভবিষৎ কর্মপরিকল্পনা গ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে। সম্মেলনটি আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে।
এরইমধ্যে ধনী দেশগুলো জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোকে তিন হাজার কোটি ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এই অর্থের ৪০০ কোটি ডলার বনায়নের জন্য বরাদ্দ দেওয়া হবে।
বিশ্ব নেতারা গ্রিনহাউস গ্যাস নিঃসরণ নিয়ন্ত্রণ এবং জলবায়ু পরিবর্তনে মানুষের জীবন যাত্রায় ক্ষতিকর প্রভাব কমানোর বিষয়ে আলোচনা হতে পারে।
বিশ্বনেতারা জলবায়ু সম্মেলনের মাধ্যমে ২০১২ সালের মধ্যে কার্বন গ্যাস নিসঃরণের পরিমাণ ১৯৯০ সালের সমান নামিয়ে আনতে ৩৭টি শিল্পোন্নত দেশ এবং ইউরোপের দেশগুলো একমত হয়েছে।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৪২৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১০