ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দুই তৃতীয়াংশ কার্বন নিঃসরণ করে শিল্পোন্নত দশ দেশ

সাইদ আরমান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১০
দুই তৃতীয়াংশ কার্বন নিঃসরণ করে শিল্পোন্নত দশ দেশ

ঢাকা: সারা বিশ্বে নিঃসৃত কার্বনের দুই তৃতীয়াংশই নিঃসরণ করছে শিল্পোন্নত দশ দেশ। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেল (আইপিসিসি)’র ৪র্থ জরিপ থেকে এ তথ্য জানা গেছে।



আইপিসিসি সমীক্ষা প্রতিবেদনটি ২০০৮ সালে প্রকাশিত হয়। একই চিত্র তুলে ধরা হয়েছে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের ২০০৯ সালের প্রকাশিত একটি প্রতিবেদনেও।

আইপিসিসি সমীক্ষা গবেষণা প্রতিবেদনটিতে বলা হয়েছে, শিল্পোন্নত ১০ টি দেশ জলবায়ু পবিবর্তনের জন্য দায়ী। তারা মোট কার্বনের দুই তৃতীয়াংশ নিঃসরণ করছে।

তবে তাদের আর্থিক ক্ষতির পরিমাণও বেশি বলে গবেষণায় বলা হয়।

দায়ী দেশের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপরে রয়েছে চীন, রাশিয়া, ভারত, জাপান, জার্মানি, যুক্তরাজ্য, কানাডা, দক্ষিণ কোরিয়া এবং ইতালি।  

গবেষণা থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্র এবং চীন যৌথভাবে প্রত্যেকে ২০ শতাংশ করে মোট গ্যাসের ৪০ শতাংশ নিঃসরণ করছে। রাশিয়া এবং ভারত করছে যথাক্রমে ৫ দশমিক ৭ শতাংশ এবং ৪ দশমিক ৫ শতাংশ।

২ দশমিক ৯ শতাংশ গ্যাস নিঃসরণ করছে জার্মানি। আর যুক্তরাজ্য এবং কানাডা করছে ১ দশমিক ৯ শতাংশ গ্যাস। আর কোরিয়া করছে ১ দশমিক ৭ শতাংশ এবং ইতালি ১ দশমিক ৬ শতাংশ।

এদিকে জার্মানিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান জামার্নওয়াচ এর দেওয়া তথ্য মতে, ১৯৯৮ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত আর্থিক ক্ষতির দিক বিবেচনায় শীর্ষে রয়েছে চীন, যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, যুক্তরাজ্য, জার্মানি, ওমান, মেক্সিকো, ইন্দোনেশিয়া, পাকিস্তান এবং ভারত।

তবে আর্থিক ক্ষতির দিক থেকে দায়ী দেশগুলো এগিয়ে থাকলেও এসব দেশে জলবায়ু পরিবর্তনের কারণে প্রাণহানির ঘটনা এসব দেশে অনেক কম বলে গবেষণায় দাবি করা হয়।     

এ সম্পের্ক পরিবেশ বিজ্ঞানী ড. আতিক রহমান বাংলানিউজকে বলেন, কানকুন সম্মেলন থেকেও বাংলাদেশের খুব বেশি লাভ হবে বলে মনে হচ্ছে না। গ্যাস নিঃসরণের জন্য দায়ী দেশগুলোকে কোনও আইনি বাধ্যবাধককায় নিয়ে আসা যাচ্ছে না। তবে জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবেলায় কোপেনহেগেন সম্মেলনে ঘোষিত তহবিলের ব্যাপারে হয়তো অগ্রগতি হতে পারে।

তিনি বলেন, ‘তবে বাংলাদেশসহ ক্ষতিগ্রস্ত দেশগুলোর কাজ হবে দায়ী দেশগুলোকে কার্বন নিঃসরণ কমাতে আগ্রহী করা। ’

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।