ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনের প্রত্যন্ত এলাকায় ভূমিধস, নিখোঁজ ৬৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১০
চীনের প্রত্যন্ত এলাকায় ভূমিধস, নিখোঁজ ৬৭

বেইজিং: চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলের ইয়েনান প্রদেশের প্রত্যন্ত শহরে বুধবার ভূমিধস হয়েছে। এতে অন্তত ৬৭ জন নিখোঁজ রয়েছেন।

কর্তৃপক্ষ এ কথা জানান।

গংশানের পোলাদি শহরতলিতে সাম্প্রতিক এ ভূমিধসের কারণে বিদ্যুৎ সরবরাহ ও টেলিযোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া একথা জানায়।

স্থানীয় সরকারের একজন মুখপাত্র জানান, মিয়ানমার সীমান্তের কাছে পাহাড়ি ওই উঁচু এলাকায় উদ্ধারকর্মী পাঠানো হয়েছে। মূলত বেশ কিছুদিন ধরে চলা ভারী বর্ষণই এ ভূমিধসের কারণ বলেও জানান তিনি।

বাংলাদেশ স্থানীয় সময়: ১১:২৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।