ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আকস্মিক সফরে ওবামা আফগানিস্তানে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১০
আকস্মিক সফরে ওবামা আফগানিস্তানে

বাগরাম বিমান ঘাঁটি(আফগানিস্তান): মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন আফগানিস্তান সন্ত্রাসীদের জন্য আর  নিরাপদ আস্তানা হতে দেওয়া যাবে না। আমাদের অভিযান সফল করতে হবে।

শুক্রবার আকস্মিক সফরে আফগানিস্তানে এসে বাগরাম বিমান ঘাঁটিতে মার্কিন সেনাদের উদ্দেশ্যে তিনি একথা বলেন।

সেনার উদ্দেশ্যে দেওয়া ভাষণে ওবামা বলেন, আমরা বলেছিলাম আমরা তালেবনদের উচ্ছেদ করবো। তোমরা তাই করছ।   আমার একথা বলার প্রয়োজন নেই যে এটি খুবই কঠিন যুদ্ধ।

ওবামা বলেন, আগামী বছর নতুন ধাপের দিকে আমরা চেয়ে আছি। আপনাদের ধন্যবাদ। আপনারা ইতিবাচক অগ্রগতির অর্জন করেছেন।

সেনাদের ধন্যবাদ দিতে এবং আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য ওবামা ওই আকস্মিক সফরে আসেন। তবে কারজাইয়ের সঙ্গে মুখোমুখি বৈঠকটি হচ্ছে না। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হোয়াইট হাউজ এবং আফগান কর্মকর্তারা বৈঠকটি বাতিল করেছেন। তবে বিমান ঘাঁটি থেকে ওবামা কাবুলে কারজাইয়ের সঙ্গে টেলিফোনে কথা বলবেন।

প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এটি ওবামার আফগানিস্তানে দ্বিতীয় সফর। সফরে ওবামা ন্যাটোর শীর্ষ কমান্ডারদের সঙ্গে বৈঠক করবেন।

আফগানিস্তানে এক লাখ ৫০ হাজার যৌথ বাহিনীর সেনা আফগানিস্তানে অবস্থান করছে। এর মধ্যে এক লাখ যুক্তরাষ্ট্রের।

বাংলাদেশ সময়: ১১৫০ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।