ব্যাঙ্গালোর: ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি শনিবার সকালে চারদিনের সরকারি সফরে ভারত পৌঁছেছেন। সফরের লক্ষ্য, প্রতিরক্ষা, পরমাণু জ্বালানি এবং টেকসই উন্নয়ন ও সংস্কৃতি খাতে সহায়তা প্রসারিত করা।
সারকোজির সফরসঙ্গী হিসেবে সরকারি ও ব্যবসায়ী প্রতিনিধিদের একটি দল এসেছেন। সঙ্গে রয়েছেন স্ত্রী কার্লা ব্রুনি। ব্যাঙ্গালোরের হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড বিমানবন্দরে তারা অবতরণ করেন।
দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠক সর্বশেষ ২০০৮ সালে অনুষ্ঠিত হয়। ফ্রান্সের বাস্তিল দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং প্যারিসে জাঁকজমক অভ্যর্থনা পান।
নিকোলা সারকোজি ব্যাঙ্গালোরের আইএসআরও উপগ্রহ কেন্দ্র পরিদর্শনে যাবেন বলে আশা করা হচ্ছে। রোববার তিনি ব্যক্তিগত সফরে আগ্রার তাজমহলেও যাওয়ার পরিকল্পনায় রয়েছে।
এছাড়া সোমবার দিল্লিতে তিনি মনমোহন সিংয়ের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসবেন।
এরপর সারকোজি ২০০৮ সালে মুম্বাই হামলায় নিহত স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে যাবেন। তাজ ও ওবেরয় কর্মকর্তা-কর্মচারিদের ফরাসি সাহসিকতা পদক দেওয়া হবে। হামলার সময় হোটেলের অতিথিদের অনেকই ফরাসি নাগরিক ছিলেন।
বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১০