ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তর কোরিয়াকে আবারও দক্ষিণ কোরিয়ার সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১০
উত্তর কোরিয়াকে আবারও দক্ষিণ কোরিয়ার সতর্কবার্তা

সিউল: উত্তর কোরিয়াকে আবারও সতর্ক করেছে দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলার জবাব কঠিনভাবে দেওয়া হবে বলে শনিবার দেশটিকে সতর্ক করে দক্ষিণ কোরিয়া।



উত্তর কোরিয়া আবারও উসকানিমূলক কোনো আচরণ করলে বোমার সাহায্যে এর জবাব দেওয়া হবে বলে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম কাওয়ান-জিন শুক্রবার জানান।

তার দায়িত্ব গ্রহণের উদ্বোবধনী দিনে কিম বলেন, ‘আমাদের শত্রুর উসকানিমূলক আচরণ এখনও শেষ হয়ে যায়নি। এখন তারা আমাদের দুর্বল জায়গাগুলোকে লক্ষ্য করেছে এবং হামলার নতুন উপায়ের সন্ধান করছে। উত্তর কোরিয়া যদি আমাদের ভূখন্ড ও নাগরিককে লক্ষ্য করে আর কোনো সেনা হামলার প্রস্তুতি নেয় তাহলে তারা পুরোপুরি আত্মসমর্পণের আগ পর্যন্ত এর শক্ত জবাব দেওয়া হবে। ’

একইসঙ্গে শত্রুর বিরুদ্ধে জয় পেতে সেনা সামর্থ্যরে উন্নতি ও প্রশিক্ষণের পরিমাণ বাড়ানোর আহ্বান জানান অবসরপ্রাপ্ত জেনারেল কিম।

এর ১১ দিন আগে উত্তরের গোলার আঘাতে দক্ষিণ কোরিয়ার ইয়োনপিয়ং দ্বীপে দুই নৌ সেনা ও বেসামরিক নাগরিকসহ মোট চারজন নিহত হন।

এদিকে ঘনিষ্ঠ মিত্র উত্তর কোরিয়াকে প্রতিহত না করায় চীনের সমালোচনা করেন মার্কিন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সাবেক কমান্ডার বুরওয়েল বেল। তার বরাত দিয়ে ইয়োনহাপ বার্তাসংস্থা বলে, ‘কিম জং- ইল যতোদিন ক্ষমতায় থাকবেন ছয় জাতি আলোচনায় ততোদিন মৃত অবস্থায় থাকবে। ’

একইসঙ্গে উত্তর কোরিয়ার উপর আনুষ্ঠানিকভাবে অর্থনৈতিক অবরোধ আরোপের মধ্য দিয়ে এর সঙ্গে সকল বন্ধন ছিন্ন করার আহ্বানও জানান তিনি।

দুই বছর আগে উত্তর কোরিয়া ছয় জাতি আলোচনা থেকে সরে আসে। চীনের নেতৃত্বে এ আলোচনায় অংশ নেয় দুই কোরিয়াসহ মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং রাশিয়া।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।