জাতিসংঘ: ইসরায়েলে ভয়াবহ দামানলের ঘটনায় আন্তর্জাতিক সহায়তার দেওয়ার প্রস্তাব করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। শুক্রবার ইসরায়েলের প্রধান মন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে পাঠানো একচিঠিতে তিনি ওই প্রস্তাব করেন।
চিঠিতে মুন দাবানলের ঘটনাকে ভয়াবহ বিপর্যয় বলে উল্লেখ করেন। তিনি বলেন, আমি দাবানলে নিহত, ক্ষতিগ্রতের প্রতি দুঃখ প্রকাশ করছি এবং যারা অন্যত্র চলে গেছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
মহাসচিব জাতিসংঘের সদস্যদের প্রতি ওই ভয়াবহ দুর্যোগের সহায়তার জন্য আহবান জানান।
ইসরায়েলের উত্তরাঞ্চলে বৃহস্পতিবার ও শুক্রবারের ভয়াবহ দামানলের ঘটনায় ৪১ জন নিহত হয়েছে। এছাড়া প্রায় ১৩ হাজার লোককে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৩৩০ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১০