ফিলিস্তিন: পার্লামেন্ট ভেঙ্গে দেওয়ার হুমকি দিয়েছেন ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি না হলে এবং আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি না দিলে তিনি তার সরকার ভেঙ্গে দিতে পারেন।
শুক্রবার এক টেলিভিশন সাক্ষাতকারে তিনি এ হুমকি দেন।
আব্বাস বলেন, পশ্চিম তীরে ফিলিস্তিন ভূখন্ডে ইসরায়েল বসতি স্থাপন অব্যাহত রাখলে এবং শান্তি আলোচান ভেঙ্গে গেলে তিনি ফিলিস্তিন ফিলিস্তিন পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করতে পারেন।
তিনি বলেন, ‘আমি ফিলিস্তিনের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে চাইনা। তার আর কোনো প্রয়োজন হবে না। ’
প্রকৃতপক্ষেই ফিলিস্তিন পার্লামেন্ট বিলুপ্ত করবেন কি-না সে বিষয়ে আব্বাস বলেন, ‘আমি বলছি না আমি তাই করবো। আমি বলতে চাই, স্বাগতম.....তোমরা দখলদার। ’
‘তোমরা এখানেই ছিলে, এখানেই থাক। আমি চাই না এ অবস্থা চলতে থাকুক। ’
শুক্রবার দেওয়া সাক্ষাতকারে আব্বাস ফিলিস্তিন ভূখন্ডে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের আহবান পুনব্যক্ত করেন।
১৯৯৩ সালের ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি চুক্তিতে ফিলিস্তিনকে স্বায়ত্বশাসন দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৪১০ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১০