ঢাকা: সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকা থেকে দু’জন ধর্মযাজককে অপহরণ করেছে অজ্ঞাত বন্দুকধারীরা।
তুরস্কের সীমান্তবর্তী এলাকা থেকে আলেপ্পো শহরে যাওয়ার সময় তাদের অপহরণ করা হয়।
ধর্মযাজকদের অপহরণের খবর জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমগুলো এবং এ খবর নিশ্চিত করেছেন বিদ্রোহীদের একজন মুখপাত্র।
অপহৃত ইয়োহানা ইবরাহিম আলেপ্পোর ‘সিরিয়াক অর্থডক্স চার্চ’র প্রধান এবং বোউলস ইয়াজিজি ‘গ্রিক অর্থডক্স চার্চ’র প্রধান।
সিরিয়ায় গৃহযুদ্ধে অপহৃত খ্রিস্টান ধর্মযাজকদের মধ্যে এরাই সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি।
তবে কারা তাদের অপহরণ করেছে এ ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।
বাংলাদেশ সময় : ১৩৫৯ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৩
সম্পাদনা: বুশরা ফারিজমা হুসাইন ও হুসাইন আজাদ, নিউজরুম এডিটর