ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ শিক্ষক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৪, এপ্রিল ২৩, ২০১৩
এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ শিক্ষক গ্রেফতার

ঢাকা: এফবিআইয়ের তালিকাভুক্ত ‘মোস্ট ওয়ান্টেড’ শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। শিশু পর্ণোগ্রাফি তৈরী করার জন্য ওয়াশিংটন ডিসির সাবেক প্রাইমারি এই শিক্ষককে নিকারাগুয়া থেকে গ্রেফতার করা হয়।



এরিক জাস্টিন টথ (৩১) নামের ওই শিক্ষক ২০১২ ওসামা বিন লাদেনকে হটিয়ে এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় শীর্ষে উঠে আসে।

টথ ২০০৮ সাল থেকে শিশু পর্ণোগ্রাফির সঙ্গে জড়িত। তার সঙ্গে আরেক শিক্ষককে স্কুলে শিশু পর্ণোগ্রাফি তৈরীর জন্য এফবিআই খুঁজছে।

নিকারাগুয়ার জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান বলেন, টথকে শনিবার হন্ডুরান সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

২০০৮ সালে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যে ফেডারেল চার্জে টথ অভিযুক্ত হন। পর্ণোগ্রাফি ছাড়াও তার বিরুদ্ধে ছেলেদের টয়লেটে গোঁপন ক্যামেরা স্থাপনের অভিযোগ রয়েছে।

অভিযুক্ত হওয়ার পর এফবিআই ইলিনয়েস, ইন্ডিয়ানা, অ্যারিজোনা রাজ্যসহ যুক্তরাষ্ট্রের প্রায় সবখানেই হন্যে হয়ে খুঁজতে থাকে টথকে। কিন্তু কিছুতেই তাকে ধরতে পারছিলেন না। অবশেষে মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, ২৩ এপ্রিল, ২০১৩
সম্পদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।