ঢাকা: পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফকে সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলায় আদালতে মঙ্গলবার হাজির করা হয়েছে। ইসলামাবাদের বাড়ি থেকে তাকে রাওয়ালাপিন্ডির সন্ত্রাসবিরোধী আদালতে প্রথমবারের মতো বেনজির হত্যা মামলায় হাজির করা হয়।
১৯৯৯ থেকে ২০০৮ সাল পর্যন্ত সামরিক শাসনের সময়কার বিভিন্ন অভিযোগে গৃহবন্দি রয়েছেন তিনি। মোশাররফের বিরুদ্ধে বেনজিরকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। ২০০৭ সালে আত্মঘাতী হামলায় নিহত হন ‘প্রাচ্যের কন্যা’ খ্যাত বেনজির।
চার বছর স্বেচ্ছা নির্বাসিত জীবন কাটানোর পর দেশে ফিরে যে চারটি মামলায় লড়ছেন সেগুলোর মধ্যে বেনজির হত্যা মামলা একটি।
একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানিয়েছে, আদালত চত্বরে ব্যাপক নিরাপত্তা ছিল। সাংবাদিকদের আদালতে প্রবেশ করতে দেওয়া হয়নি।
মোশাররফের বিরোধীপক্ষের প্রায় ১৫০ আইনজীবীরা তার উদ্দেশ্যে ‘কুকুর, কুকুর, মোশাররফ কুকুর’ বলে চিৎকার করে। অন্যদিকে মোশাররফের আইনজীবীরা স্লোগান দেয় ‘মোশাররফ দীর্ঘজীবী হউক’।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর- eic@banglanews24.com