ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইরাকে সেনা-সুন্নি সংঘর্ষ, নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৬, এপ্রিল ২৩, ২০১৩
ইরাকে সেনা-সুন্নি সংঘর্ষ, নিহত ২৬

ঢাকা: ইরাকে সেনাবাহিনীর সঙ্গে সুন্নি বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ২৬ জন নিহত হয়েছে। দেশটির সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার কার্কুকের কাছে সরকারবিরোধী একটি প্রতিবাদী ক্যাম্পে অভিযান চালানো হলে সংঘর্ষ শুরু হয়।



সেনাবাহিনী জানিয়েছে, “একটি বিতর্কিত অভিযানে গোলাগুলিতে ৬ সেনা সদস্য ও ২০ বিক্ষোভকারী নিহত হয়। ”

তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, “বন্দুকধারীরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে পাল্টা গুলি ছোঁড়ে সেনাসদস্যরা। কতজন হতাহত হয়েছে এ ব্যাপারে কিছু জানায়নি মন্ত্রণালয়। ”

অন্য দিকে সরকারবিরোধীরা দাবি করেছে, নিরস্ত্র বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে সেনাবাহিনী।

গত ডিসেম্বরের পরে থেকে বিভিন্ন সময়ে শিয়া সম্প্রদায়ভুক্ত প্রধানমন্ত্রী নূরী আল-মালিকির নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন আইনের প্রতিবাদ জানিয়ে আসছে সুন্নি সম্প্রদায়ের বিক্ষোভকারীরা।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৩
সম্পাদনা : হুসাইন আজাদ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।