ঢাকা: সোমালিয়ায় আরও এক সাংবাদিক খুন। এই নিয়ে চলতি বছরে দেশটিতে মোট পাঁচ জন সাংবাদিক খুন হলেন।
আব্দুল্লাহ হাজী ছিলেন দেশটির একটি সরকারি রেডিও স্টেশনের নিউজ এডিটর। সোমালিয়ার একটি স্থানীয় মিডিয়ার খবের বলা হয়, নিহত সাংবাদিককে বেশ কিছু দিন ধরেই ফোনে হুমকি দেওয়া হচ্ছিল। তিনি দীর্ঘদিন বিদেশে থেকে সম্প্রতি দেশে ফিরেন।
মোগাদিসুতে সাংবাদিক হত্যা এখন প্রতিদিনের খবর হয়ে দাঁড়িয়েছে। গত বছর দেশটিতে ১৮ মিডিয়া কর্মীকে হত্যা করা হয়।
বিশ্বব্যাপী সাংবাদিকদের অধিকারের বিষয়ে সোচ্চার রিপোর্টারস উইথআইথ বর্ডার এক বিবৃতিতে জানায়, সোমালিয়ার রাজধানী সাংবাদিকদের জন্য বিশ্বের সবচেয়ে ভয়ানক স্থানে পরিনত হয়েছে।
সোমালিয়ার সরকার সাংবাদিক হত্যার বিষয়ে যথার্থ পদক্ষেপ নেওয়ার কথা বললেও এখন পর্যন্ত কোন কার্যকর পদক্ষেপ নেয়নি।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ২৩ এপ্রিল, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর