ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মৃত্যুর ৯৬ বছর পর কবর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫২, এপ্রিল ২৩, ২০১৩
মৃত্যুর ৯৬ বছর পর কবর

ঢাকা: প্রথম বিশ্বযুদ্ধে নিহত চার ব্রিটিশ সৈন্যকে মঙ্গলবার কবর দেওয়া হয়। মারা যাবার ৯৬ বছর হলেও তাদেরকে পূর্ণ সামরিক মর্যাদায় সমাহিত করা হয়েছে।

একোউস্ট-সেইন্ট-মেইন সমাধিতে তাদের সমাহিত করা হয়েছে।

এ চারজন হলেন-লেফটেন্যান্ট জন হ্যারল্ড প্রিটচার্ড, ক্রিস্টোফার ডগলাস এলফিক ও দু’জন অজ্ঞাতনামা ব্রিটিশ সৈন্য। ১৯১৭ সালের মে মাসে প্রতিপক্ষের হামলায় নিহত হন তারা।

২০০৯ সালে তাদের দেহাবশেষ উদ্ধার করা হয়। ধাতব সনাক্তকারী যন্ত্র দিয়ে জমি থেকে যুদ্ধকালীন গোলাবারুদ পরিষ্কার করার সময় এক ফরাসি কৃষক তাদের দেহাবশেষ খুঁজে পান।

১৯১৭ সালের ১৫ মে প্রথম প্রহরে হিনডেনবার্গ লাইনের বুলেকোর্ট দ্বিতীয় যুদ্ধে নিহত হন এ চার সৈন্য। ১৯১৪ সালে যুদ্ধ শুরু হলে ফ্রান্সে যাওয়া ব্রিটিশ সৈন্যর প্রথম দলে তারা।

নিহত হওয়ার সময় লেফটেন্যান্ট প্রিটচার্ডের বয়স হয়েছিল ৩১। সিলভার দিয়ে তৈরি একটি ব্রেসলেট যেখানে হ্যারল্ড ‍প্রিটচার্ডের পরিচয় লেখা ছিল। এটা দেখেই তাকে সনাক্ত করা গেছে। আর ২৮ বছরে নিহত হওয়া ডগলাস এলফিককে সনাক্ত করা গেছে তার নামবাহী একটি আংটি দিয়ে।

ডগলাস এলফিকের ছেলে চেরিস ও মার্টিন এলফিক বাবার শেষকৃত্যে অংশ নেন। অন্য দিকে প্রিটচার্ডের পরিবারের পক্ষে থেকে তার ভাতিজা হ্যারল্ড শেল, শেলের মেয়ে জানেত শেল ও জেনিফার সাটন শেষকৃত্যে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।