ঢাকা: নতুন ভাইরাস সার্সের চিকিৎসায় চিকিৎসায় নতুন দুটি প্রতিষেধক উদ্ভাবিত হয়েছে বলে জানিয়েছেন গবেষকরা।
নতুন গবেষণা অনুসারে, রিবাভাইরিন ও ইন্টারফেরন-আলফা 2b(ribavirin and interferon-alpha 2b) নামক প্রতিষেধকের সমন্বয়ে এই ভাইরাসটি প্রতিহত করার সম্ভাব্যতা নিয়ে আশাবাদী গবেষকরা।
এই ভাইরাসের আক্রমণের ফলে শ্বাসযন্ত্রের অসুস্থতাসহ জ্বর, কাশি, শ্বাসকষ্ট দেখা দেয় বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানায়।
উল্লেখ্য, এই ভাইরাস গত বছরের সেপ্টেম্বর মাসে সৌদি আরবে প্রথম দেখা গিয়েছিল। এই ভাইরাসের এ পর্যন্ত ১৭ জন আক্রান্ত হয় যার মধ্যে ১১ জনই মারা যায়। মূলত মধ্যপ্রাচ্যেই এটির প্রকোপ দেখা গিয়েছিল। এই ভাইরাসটি করোনাভাইরাস নামক ভাইরাস গোত্রভুক্ত।
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৩
বুশরা ফারিজমা হুসাইন/সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর