ঢাকা: বোস্টন হামলায় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তাই হামলার সন্দেহে নিহত তামারলেন সারনায়েভ সম্পর্কে কংগ্রেসে সিনেট গোয়েন্দা কমিটির কাছে তাদের জবাবদিহি করতে হচ্ছে।
সারনায়েভকে ২০১১ সালে ইসলামী মৌলবাদী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার করে এফবিআই। তাকে কয়েকদিন আটকে রেখে তারপর ছেড়ে দেয় গোয়েন্দা কর্মকর্তারা।
সেসময় সারনায়েভকে জেরা করে প্রাপ্ত তথ্য কেন জনস্বার্থে জানানো হয়নি সে বিষয়েই গোয়েন্দা কর্তাদের প্রশ্নের মুখোমুখি করা হচ্ছে। এফবিআইয়ের বিরুদ্ধে কয়েকজন কংগ্রেস সদস্যদের ব্যর্থতার অভিযোগ আনার পরই তাদেও ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
এছাড়া ওই সময় রাশিয়ান সরকারের উদ্বেগ সত্ত্বেও কেন তামেরলানের বিরুদ্ধে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হয়নি তাও জানতে চাওয়া হবে কংগ্রেসে।
এই সপ্তাহের শেষের দিকে এফবিআই সদস্যদের প্রশ্নের মুখোমুখি করা হচ্ছে।
ইতোমধ্যেই এফবিআই এক বিবৃতিতে জানিয়েছে যে, কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রমের প্রমান না থাকায় তারা তামেরলানের বিরুদ্ধে সেসময় ব্যবস্থা নিতে পারেননি।
সম্প্রতি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন সারনায়েভ। বোমা হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সারনায়েভের ভাই জোখারকে সংকটাপন্ন অবস্থায় আটক করা হয়। জোখারের বিরুদ্ধে বোমা হামলার অভিযোগে অভিযোগ গঠন করা হয়েছে।
ফেডারেল প্রসিকিউটর তার বিরুদ্ধে গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করে জানমালের ক্ষতি করার অভিযোগ এনেছেন। অভিযোগ প্রমানিত হলে তার মৃত্যুদণ্ড হতে পারে।
বোস্টন ম্যারাথনে বোমা হামলার সঙ্গে জড়িত দুই ভাই রাশিয়ার অংশ চেচেন বংশোদ্ভূত। তারা প্রায় এক দশক ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ২৩ এপ্রিল, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর