ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাগদাদে বোমা হামলায় ইরানের সাত হাজী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১০

বাগদাদ: ইরাকের রাজধানী বাগদাদে পৃথক বোমা হামলায় ইরানের সাত হাজী নিহত ও ৪৬ জন আহত হয়েছেন। শনিবার দেশটির উত্তরে এ ঘটনা ঘটে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।



কম সময়ের ব্যবধানে পরিত্যক্ত একটি বাড়িতে রাখা বিস্ফোরক ও ইরানের কাদহিমিয়াহায় ধর্মীয় পর্যটকদের কাছে বিখ্যাত বিশ্রামাগারের কাছে গাড়ি বোমার বিস্ফোরণ ঘটে। এতে পাঁচজন হাজী নিহত ও ১৮ জন আহত হন।

পার্শ¦বর্তী শুয়ালায় এক আত্মঘাতী বোমা হামলাকারী একটি বিস্ফোরক ভর্তি যান নিয়ে একটি বাসের সঙ্গে ধাক্কা লাগান। এসময় বিস্ফোরণের ঘটনা ঘটলে বাসে থাকা ইরানের ধর্মীয় পর্যটকদের দু’জন নিহত ও আরও ২৮ জন আহত হন।

দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ইরানের ১৪ জন হাজী নিহত ও ৪২ জন আহত হওয়ার একদিন পরই সহিংসতার এ ঘটনা ঘটে।  

বাংলাদেশ স্থানীয় সময়: ১৫৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।