ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

দেবযানীসহ আটক সারদা নায়ক সুদীপ্ত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩২, এপ্রিল ২৩, ২০১৩
দেবযানীসহ আটক সারদা নায়ক সুদীপ্ত

ঢাকা: আর্থিক কেলেঙ্কারির মুখে গা ঢাকা দেওয়া পশ্চিমবঙ্গের আলোচিত ব্যবসায়ী সুদীপ্ত সেনকে সুদূর কাশ্মীরের সোনমার্গের একটি হোটেল থেকে আটক করেছে পুলিশ।

গত সপ্তাহে সুদীপ্তর পরিচালিত চিট ফান্ড স্কিম (এক ধরণের আর্থিক বিনিয়োগ) লাটে উঠলে গা ঢাকা দেন তিনি।

জানা গেছে- তার সঙ্গেই চৌদ্দ শিকের আতিথ্য নিয়েছেন ঘনিষ্ঠ সহযোগী দেবযানী মুখোপাধ্যায় এবং অরবিন্দ সিং চৌহান।

সারদা কাণ্ডের সঙ্গে যুক্ত মধ্য ৩০ বছর বয়সের দেবযানী মুখোপাধ্যায় ছিলেন সারদা কর্ণধার সুদীপ্ত সেন-এর অত্যন্ত বিশ্বস্ত।

এতোদিন তিনি ছিলেন লোকচক্ষুর অন্তরালে। কিন্তু সারদার কর্মকাণ্ড চিটফান্ড হিসেবে উঠে আসার পরেই দেবযানী ম্যাডামের নাম ছড়িয়ে পড়ে সর্বত্র। সুদীপ্ত সেনের সঙ্গে তারও ছিল সাইনিং পাওয়ার।

সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেনের পরেই দেবযানী ছিলেন সেকেন্ড-ইন-কমান্ড। পদ ছিল এক্সিকিউটিভ চেয়ারপার্সন।

মাসে তার পিছনে কোম্পানির খরচ ছিল ৫০ লক্ষ টাকা। এই দেবযানী গত মার্চ থেকেই ছিলেন পলাতক।

সুদীপ্ত সেন সারদা গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। আর্থিক কেলেঙ্কারির ঘটনা প্রকাশ হয়ে পড়লে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে পশ্চিমবঙ্গ সরকার।  

গত সপ্তাহ থেকেই পলাতক ছিলেন সুদীপ্ত। প্রতিষ্ঠানটির চেক একের পর এক বাউন্স (ব্যাংক কর্তৃক গ্রহণ না করা) হওয়ার পাশাপাশি পশ্চিমবঙ্গ জুড়ে বিস্তৃত এর শাখাগুলো বন্ধ হয়ে যেতে থাকলে গা ঢাকা দেন তিনি।

হাজার হাজার বিনিয়োগকারীকে পথে বসিয়ে প্রতিষ্ঠানটি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৩
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর; সুকুমার সরকার, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।