ঢাকা: যুক্তরাষ্ট্রের স্কুলগুলো প্রায়ই বন্দুকধারীদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। গত ডিসেম্বরে কানেক্টিকায় একটি স্কুলে ভয়াবহ গুলিবর্ষণের কথা সবার মনে আছে হয়ত।
সম্প্রতি আচমকা এই ধরনের হামলা প্রতিরোধে মেরিল্যান্ড ভিত্তিক হার্ডওয়ার প্রতিষ্ঠান এলএলসি বুলেটপ্রুফ হোয়াইট বোর্ড আবিষ্কার করেছে। শীঘ্রই প্রতিটি স্কুলে বিশেষ এই বোর্ড সরবরাহ করা হচ্ছে।
স্বাভাবিক মার্কার বোর্ডের মতো এই বোর্ডও ব্যবহার করা যাবে। দেয়ালে ঝুলানো থাকা অবস্থায় হামলা হলেই শিক্ষক এই বোর্ড ঢাল ব্যবহার করতে পারবেন।
মাত্র কয়েক পাউন্ড ওজনের এই বোর্ড আকারেও তেমন বড় নয়।
দেশটির পুলিশ প্রধান ফিল জোনস বলেন, স্কুলে নিরাপত্তার যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তার মধ্যে এই বোর্ডই সেরা। তারপর তিনি গুলি করে এই বোর্ডের প্রতিরোধ ক্ষমতা পরীক্ষা করে দেখেন।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ২৩ এপ্রিল, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর