ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইরাকে নিরাপত্তা বাহিনী-বিক্ষোভকারী সংঘর্ষ, নিহত অনেক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২২, এপ্রিল ২৩, ২০১৩
ইরাকে নিরাপত্তা বাহিনী-বিক্ষোভকারী সংঘর্ষ, নিহত অনেক

ঢাকা: ইরাকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষে অসংখ্য লোক নিহত হয়েছে বলে জানিয়ে কর্মকর্তারা। মঙ্গলবার সকালের দিকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কিরকুকে হাউয়িজাহ এলাকায় প্রবেশ করলে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে।



কাতারভিত্তিক একটি সংবাদ মাধ্যম এ খবর প্রকাশ করেছে।

গত জানুয়ারি থেকে হাউয়িজাহ এলাকায় সরকারবিরোধী বিক্ষোভ হচ্ছে।

ইরাকে প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সেনাবাহিনীর তিন সদস্য ও ২০ অস্ত্রধারী ব্যক্তি নিহত হয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়, অস্ত্রধারীরা বিক্ষোভকারীদের ঢাল হিসেবে ব্যবহার করে। সেনাবাহিনী গ্রেনেড, ৪০টি রাইফেলসহ ৭৫ জন ‘যোদ্ধা’কে গ্রেফতার করেছে।

প্রদেশের এক কর্মকর্তা শেখ আবদুল্লাহ সামি আল-আসি জানান, নিরাপত্তা ‍বাহিনী বিক্ষোভ চলমান এলাকায় ঢুকে গ্রেফতারের চেষ্টা চালালে সংঘর্ষ শুরু হয়।

ইরাকে জাতিসংঘের মুখপাত্র এলিনা নাবা নিশ্চিত করেছেন, সেখানে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। সরকারি বাহিনী ও অস্ত্রধারী উভয়পক্ষকে সংঘাত এড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।