ঢাকা: সিট বেল্ট না বেঁধে গাড়ি চালনোয় গাড়িটি থামিয়ে দেন ভারতের পুনের একটি রাস্তায় দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ। কিন্তু তিনি জানেন না, গাড়ির চালকের আসনে কে বসে আছেন।
গাড়ির চালক আর কেউ নয়, পুনে ট্রাফিক পুলিশের উপ-কমিশনার বিশ্বাস পান্ধারে। চালক গাড়ি থামিয়ে জানালার কাঁচ নামালে উমেশ চমকে যান। উমেশ বসকে স্যালুট করেন।
বিশ্বাস পান্ধার জিজ্ঞেস করেন, তাকে কেন থামানো হয়েছে। উমেশ জানান, তিনি দূর থেকে দেখেছেন চালক সিট বেল্ট পরিহিত ছিলেন না। তাই তিনি গাড়ি থামিয়েছেন।
আইন যে সবার জন্য সমান-এ দায়িত্ববোধ থেকে বসকে থামানোয় পুরস্কৃত হয়েছেন উমেশ।
উমেশ প্রশংসা করে সাংবাদিকদের বিশ্বাস জানিয়েছেন, তিনি তাকে ব্যক্তিগতভাবে পুরস্কৃত করেছেন।
পান্ধারে স্বীকার করেন, রোববার তড়িঘড়ি করে ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হওয়ায় তিনি অসাবধনতাবশত সিট বেল্ট বাঁধেন নি।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ২৩ এপ্রিল, ২০১৩
আশুরা জামান/সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর- eic@banglanews24.com