ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

নিজের গাড়ির চালকই ধরিয়ে দেন সুদীপ্ত সেনকে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৭, এপ্রিল ২৪, ২০১৩
নিজের গাড়ির চালকই ধরিয়ে দেন সুদীপ্ত সেনকে

ঢাকা: অর্থ কেলেঙ্কারির ঘটনায় আটক সারদা গ্রুপের চেয়ারম্যান সুদীপ্ত সেন মঙ্গলবার কাশ্মিরের একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ বলছে, সুদীপ্ত সেনকে ধরিয়ে দিয়েছেন তারই গাড়ির চালক।

তাকে আজ আদালতে নেওয়া হবে। সুদীপ্ত সেনের সঙ্গে তার আরো দুই সহকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা গেছে, প্রায় আড়াই লাখ মানুষরে ১০ হাজার কোটি রুপি  নিয়ে সপ্তাহে উধাও হয়ে যায় সুদীপ্ত সেন।

ইতোমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে সুদীপ্ত সেন ও সারদা সংস্থার ১০০ কোটি সমপরিমান রুপির সম্পত্তি।

বিনিয়োগ করলে কমসময়ে বেশি মুনাফা পাওয়া যাবে এ প্রলোভনে পড়ে এই সংস্থায় বহু লোক বিনিয়োগ  করে।
সম্প্রতি, ভারতের আর্থিক নিয়ামক সংস্থা সেবী সারদা গ্রুপকে নির্দেশ দেয় আমানতকারীদের অর্থ ফেরত দিতে, সরকারের ঘরে বাজার থেকে তোলা টাকার অর্ধেক গচ্ছিত রাখতে।

অভিযোগ, এর পরই পশ্চিমবঙ্গসহ ত্রিপুরা, আসামের অফিসগুলো সংস্থাটি বন্ধ করে দেয়। ত্রিপুরায় আমানতকারীদের ২০০ কোটি রুপি ইতোমধ্যে খোয়া গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
 
কলকাতাসহ ত্রিপুরা ও আসামে সারদা গ্রুপ বেশ কয়েকটি বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু সংবাদপত্র এবং বেশকয়েকটি টিভি চ্যানেল খোলে। কিনে নেয় ‘তারা নিউজ’ ও ‘তারা মিউজিক’। আর্থিক সংস্থা বন্ধের পাশাপাশি সারদা গ্রুপ ইতোমধ্যে বন্ধ করেছে কয়েকটি সংবাদপত্র।

বেকার হয়েছেন হাজার খানেক সাংবাদিক। এই সংবাদ গোষ্ঠীটির সিইও হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করেছেন মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের একজন এমপি। বর্তমানে তিনি অবশ্য ওই পদে নেই।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ২৪ এপ্রিল, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।