ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বোস্টন হামলা: আল-কায়েদার ম্যাগাজিন থেকে দীক্ষা নেন দুই ভাই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৮, এপ্রিল ২৪, ২০১৩
বোস্টন হামলা: আল-কায়েদার ম্যাগাজিন থেকে দীক্ষা নেন দুই ভাই

ঢাকা: বোস্টন হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজন জোখার সারনায়েভ গোয়েন্দাদের কাছে ইশারায় জবানবন্দি দিয়েছেন। আহত জোখার হাসপাতালের বিছানায় থেকে গোয়েন্দা কর্মকর্তাদের জানায়, আল-কায়েদার একটি অনলাইন ম্যাগাজিন থেকে তিনি এবং তার নিহত ভাই তামারলেন সারনায়েভ প্রেসার কুকার বোমা তৈরীর পদ্ধতি শিখেন।



এনবিসি নিউজ জানায়, আল-কায়েদা থেকে অনুপ্রানিত হয়েই দুই ভাই বোমা তৈরীর কাজ শিখে। ইংরেজী ভাষার ওই ম্যাগাজিনটি ২০১০ সাল থেকে প্রকাশিত হয়ে আসছে।

খবরে জানা যায়, প্রেসার কুকার বোমা ব্যবহার করে ভবন উড়িয়ে দেওয়ার কৌশল সম্পর্কে ম্যাগাজিনটি দুটি নিবন্ধ ছাপায়। তদন্তকারীরদের দাবি,  জোখার ও তার ভাই ম্যাগাজিনটির বিশেষ নিবন্ধ ‘হাউ টু মেইক এ বোম্ব ইন দ্য কিচেন অব ইওর মম’ থেকে শিখেই বোস্টনে হামলা চালায়।

১৫ এপ্রিল বোস্টন ম্যারাথনে ফিনিশিং লাইনের কাছে দুটি শক্তিশারী প্রেসার কুকার বোমা হামলায় নিহত তিনজন ও আহত হয় ১৮০ জন।

হামলায় অংশ নেয় দুই ভাই তামারলেন সারনায়েভ ও জোখার সারনায়েভ। এদের মধ্যে পুলিশের বন্দুকযুদ্ধে নিহত হয় বড় ভাই তামারলেন সারনায়েভ। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি জোখার সারনায়েভ।

এফবিআই জানায়, এখন জোখারের স্বাস্থ্যের অবস্থা কিছুটা উন্নতির দিকে।

জোখারের বিরুদ্ধে মানব বিধ্বংসী অস্ত্র ব্যবহার করে জানমালের ব্যাপক ক্ষতি করার অভিযোগে অভিযোগ গঠন করা হয়েছে। অভিযোগ প্রমানিত হলে তার মৃত্যুদ- হতে পার।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, ২৪ এপ্রিল, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।