ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

প্রখ্যাত সংগীতশিল্পী শামসেদ বেগম আর নেই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৩, এপ্রিল ২৪, ২০১৩
প্রখ্যাত সংগীতশিল্পী শামসেদ বেগম আর নেই

ঢাকা: ভারতের প্রখ্যাত গায়িকা শমসেদ বেগম আর নেই। মুম্বাইয়ে নিজ বাসায় বুধবার ৯৪ বছর বয়সে তিনি বুধবার শেষ নি:শ্বাস ত্যাগ করেন।



হিন্দি গানের প্রথম প্লেব্যাক শিল্পী তিনি।   তার অসংখ্য জনপ্রিয় গানের মধ্যে রয়েছে: ‘লেক পেহলা পেহলা প্যায়, ‘পিয়া গিয়া রেঙ্গুন’, ‘কাভি আর কাভি পেয়ার’, ‘কাজরা মহাব্বত ওয়ালা’ ইত্যাদি।    
গত কয়েকমাস ধরে তাঁর শারিরীক অবস্থা ভালো যাচ্ছিল্ না। ফলে দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। অবশেষে গত রাতে সকল সুরের মায়াজাল ছিন্ন করে চলে যান শামসেদ বেগম।

১৯১৯ সালের ১৪ এপ্রিল পাঞ্জাবের অমৃতসারে জন্মগ্রহন করেন তিনি। ১৯৪৭ সালে লাহোরে পেশোয়ার রেডিও স্টেশনে গান গাওয়ার মাধ্যমে তার সংগীত ভুবনে যাত্রা শুরু হয়।

মায়াবি সুরের জালে তিনি দ্রুত ভারতের সকলের মনে স্থান করে নেন। তাঁর গানের খ্যাতি ছড়িয়ে পড়লে অল্প সময়ের মধ্যেই বলিউডে সংগীত পরিচালকদের নজরে আসেন।

তারপর একে একে জনপ্রিয় অসংখ্য গানে কন্ঠ দিয়ে তিনি হিন্দি সিনেমার ভা-ার সমৃদ্ধ করে গেছেন।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, ২৪ এপ্রিল, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।