ঢাকা: চীনের পশ্চিমাঞ্চলের উইঘুর মুসলিম অধ্যুষিত ঝিনজিয়াং প্রদেশে সহিংসতায় পুলিশ সদস্য ও সমাজকর্মীসহ অন্তত ২১ জন নিহত হয়েছে। তবে, এটি উইঘুর মুসলিমদের সঙ্গে স্থানীয়দের কোনো সাম্প্রদায়িক দাঙ্গা ছিল কিনা এমন প্রশ্ন এড়িয়ে গেছে স্থানীয় প্রশাসন।
বুধবার দেশটির প্রাদেশিক সরকারের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, “মঙ্গলবার বিকেলে সংগঠিত এ সহিংসতায় পুলিশ ও সমাজকর্মীসহ অন্তত ২১ জন নিহত হয়েছে। ”
একটি রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমে দাবি করা হয়, “প্রদেশের পশ্চিমাঞ্চলে বাচু কাউন্টিতে সন্দেহভাজন একটি বাড়িতে অভিযান চালানোর সময় গোলাগুলি শুরু হয়। ”
এ ঘটনাকে ‘সন্ত্রাসীদের সহিংসতা’ বলে উল্লেখ করেছে রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমগুলো।
স্থানীয় সংবাদ মাধ্যম দাবি করে, “নিহতদের মধ্যে ৪ জন পুলিশ সদস্য ও সমাজকর্মী ছিলেন। ১১ জন ছিলেন সংখ্যালঘু উইঘুর মুসলিম সম্প্রদায়ের লোক। আর বাকি ৬ জন ‘সন্ত্রাসী দলের সদস্য’ ছিলেন। ”
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে প্রাদেশিক সরকার, তবে নিহত পুলিশ সদস্য বা সমাজকর্মীদের পরিচয় জানাতে পারেনি প্রশাসন।
বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com