ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

রাশিয়ায় হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত ৩৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৪, এপ্রিল ২৬, ২০১৩
রাশিয়ায় হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত ৩৬

ঢাকা: রাশিয়ার রাজধানী মস্কোর একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

নিহতদের সবার বয়স ২০-৭৬ বছর।

কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার গ্রিনিচমান সময় ১০ টায় রামেন্সকি গ্রামের ১৪ নাম্বার হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হাসপাতালটি মানসিক রোগীদের ছিল।

নিহতদের অধিকাংশই স্থানীয় রোগী বলে ধারনা করা হচ্ছে। আশঙ্ক্ষা করা হচ্ছে, নিহতের সংখ্যা বাড়তে পারে। হাসপাতালটিতে ৪১ জন রোগী ছিল।

কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্ত করা হচ্ছে। একটি খবরে বলা হয়েছে, সর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ড ঘটেছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়েছে রাশিয়ার সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, ভবনের একটি অংশ আগুন লাগে। ওই অংশে খুবই অসুস্থ রোগীরা ছিল।

দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে এনেছে এবং ১২টি মরদেহ উদ্ধার করেছে।

সংবাদ সংস্থা রিয়া নভোস্তি জানায়, একজন স্থানীয় কর্মকর্তা বলেছেন, ভবনের সব জানালা ধাতব দণ্ডের ছিল এবং অধিকাংশ নিহতকে তাদের বিছানায় দেখতে পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।