ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে টুইটারে বিল ক্লিনটন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৪, এপ্রিল ২৬, ২০১৩
আনুষ্ঠানিকভাবে টুইটারে বিল ক্লিনটন

ঢাকা: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন আনুষ্ঠানিকভাবে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে যোগ দিয়েছেন।

@billclinton নামে অ্যাকাউন্ট খোলার পরপরেই মার্কিন ৪২তম প্রেসিডেডেন্টর অনুসারীর সংখ্যা  দুই লাখ ছাড়িয়ে গেছে।



আনুষ্ঠানিকভাবে টুইটারে যোগ দেওয়ার পর তার প্রথম কমেন্ট ছিল “টুইটারে  @ChelseaClinton  আমার বন্ধু  @StephenAtHome- এর সঙ্গে যোগ দেওয়ায় আমি উত্তেজিত। ”

পলিটিকো বৃহস্পতিবার জানিয়েছে, টুইটারে ক্লিনটনের প্রথম পোস্টটি ছিল কমেডি সেন্ট্রালের ‘দ্য কোলবার্ট রিপোর্ট’ নিয়ে। স্টিফেন কোলবার্টই তাকে ওই অ্যাকাউন্টটি খুলে দিয়েছিলেন। তখন তার অ্যাকাউন্ট এড্রেস ছিল @prezbillyjeff।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।