ঢাকা: কানাডীয় পপ তারকা জাস্টিন বিবারের ভ্রমণ বাসে মাদকদ্রব্য পাওয়া গেছে বলে জানিয়েছেন সুইডিশ পুলিশ।
পুলিশের মুখপাত্র লার্স বাইস্ট্রম বলেছেন, “বুধবার পুলিশের কর্মকর্তারা স্টকহোমের গ্লোবেন কনসার্ট ভেন্যুর পার্কিং প্লটে ঝটিকা অভিযান চালিয়ে জাস্টিনের বাস থেকে অল্প পরিমাণের মাদক দ্রব্য ও একটি স্টান গান খুঁজে পান।
কোন ধরনের মাদক দ্রব্য ছিল তা বলতে অস্বীকৃতি জানিয়ে তিনি বলেন, “সেগুলো পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হয়েছে। ”
বিবারের হোটেলের সামনে পার্ক করা বাসটির ভেতর থেকে মারিজুয়ানার গন্ধ পায় পুলিশ। এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক বিশেষ দলকে তৎক্ষণাৎ সতর্ক করা হয় এবং বাসটিতে অভিযান চালানো হয়।
পুলিশ জানায় এখনো সন্দেহভাজক কাউকে সনাক্ত করা হয়নি এবং তারা এই ব্যাপারটা নিয়ে আর কথা বলতে চাচ্ছেন না।
পুলিশের মুখপাত্র জেল লিন্ডগ্রেন বলেন, “পুলিশ বাসটিতে উঠে অনুসন্ধানের পর খুব অল্প পরিমাণে মাদকদ্রব্য পায় আমরা জানিনা কারা এই মাদকদ্রব্য এনেছে বাং কারা এটা সেবন করেছে। তাই এর সঙ্গে কে বা কারা সম্পৃক্ত তা বের করা খানিকটা মুশকিল। ”
উল্লেখ্য, বিবার তার বিলিভ শিরোনামের বিশ্বভ্রমণের অংশ হিসেবে সুইডেনে পারফর্ম করেন।
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৩
সম্পাদনা: বুশরা ফারিজমা হুসাইন ও শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com